চুল পড়া কমাতে পেঁয়াজের তেল উপকারিতা


চুল পড়া কমাতে পেঁয়াজের তেল মূলত একটি অব্যর্থ ওষুধ বলে গণ্য করা হয়।পেঁয়াজে আছে প্রচুর পরিমানে ভিটামিন এ,বি-9(ফোলেট),সি,ই,সালফাল,পটাসিয়াম এবং অ্যান্টিঅক্রিজেন যা কেরোটিন পরিমান বৃদ্ধিতে অনেক সহায়ক। তাই চুলের গোড়া শক্ত করতে ও দ্রুত বৃদ্ধি করতে,  চুলের স্বাস্থ্য মজবুত করে চুলকে সিল্কি করে,অকালে চুল পাকা বন্ধ করতে,চুলের খুশকি কমাতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের তেল ব্যবহার অনেক কার্যকরী।



চুল পড়ার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে বিশেষ কয়েকটি কারণ হলোঃবয়সের ছাপ,পুষ্টির অভাব,হরমোনের কারণে এবং বংশগতির প্রভাবের কারনে হয়ে থাকে।আবার রাত দেরি করে ঘুমালে মাথার চুল উঠে যায়। 

আমরা আজকে এই আর্টিকেলে জানব চুল পড়া কমাতে পেঁয়াজের তেল সম্পর্কে  উক্ত বিষয় নিয়ে বিস্তারিত  জানতে  আজকে এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকুন।

পেজ সূচিপএঃ চুল পড়া কমাতে পেঁয়াজের তেল উপকারিতা

পেঁয়াজের তেল  তৈরি করার নিয়ম 

প্রথমে পেঁয়াজের খোসা ভালো ভাবে ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে নেন।এরপর পেঁয়াজের টুকরোগলো সুন্দর করে ব্লেন্ড করুন এবং রস বের করে নেন।এরপর একটা পরিষ্কার প্যানে নারিকেল তেল গরম করেন।এরপর ঐ নারিকেল তেলের সাথে পেঁয়াজের রস যোগ করে নেন।


এবার ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করুন ফুটে ওঠা পর্যন্ত । এরপর প্যানের চুলা বন্ধ করে দিন। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন, কিছু সময় পর ঠান্ডা হলে ছেঁকে এয়ারটাইট পাএে সংরক্ষণ করুন। এখন আপনি এটা ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২-৩ বার এই তেল ব্যবহার করতে অনেক উপকার পাবেন।
 

আয়তন এবং বেধ বাড়ায়

পেঁয়াজের তেলে রয়েছে প্রচুর সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড পঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা  চুলের কেরাটিন যৌগ তৈরি করে, এটি চুলের প্রধান উপাদান। এই তেল নিয়মিত ব্যবহারে চুল ঘন ও লম্বা করতে সহায়তা করে যা আপনাকে আপনার সুন্দর চেহারা দেবে।

চুল লম্বা করে পেঁয়াজ তেল

পেঁয়াজের তেল ব্যবহার করে অনেকগুলো উপকার পাওয়া যায়।তার মধ্যে অন্যতম হলো এটি চুল লম্বা করতে সহায়তা করে। পেঁয়াজের তেল  ব্যবহারের মাথার ত্বকে পিএইচ লেভেল স্বাভাবিক থাকে। ফলে আমাদের রক্ত সঞ্চালন উন্নত হয় সেইসাথে সুপ্রিয় হয় চুল বৃদ্ধির গতিও।পেঁয়াজের তেল ব্যবহার করলে মাথার ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে।এতে চুলের গোড়া মজবুত করে। 

চুল উজ্জ্বল করে পেঁয়াজ তেল

উজ্জ্বল এবং ঝলমলে চুল আমরা সবাই পেতে চাই। কিন্তু নানা কারণে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে থাকে। আপনি যদি পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলের উজ্জ্বলতা বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট  যা চুল ও মাথার ত্বকে করেক সহায়তা করে। 

খুশকি দূর করে পেঁয়াজ তেল

মাথায় খুশকি সমাধানের একটি সহজ মাধ্যম হরো পেঁয়াজের তেল ব্যবহার করা।পেঁয়াজে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-সেপটিক যা মাথার ত্বকেের সংক্রমণ দূর করতে সাহায্য করে। সুতরাং  আপনি যদি পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহার করেন তাহলে মাথার খুশকি প্রতিরোধ কাজ করবে।


পাকা চুল কালো করে পেঁয়াজ তেল

আমাদের অনেকের অল্প বয়সেই মাথার চুল পেকে যায়। এই সমস্যা সমাধান একটি মাধ্যম হরো পেঁয়াজ তেল ব্যবহার করা। এতে আছে ভিটামিন, খনিজ এবং   অ্যান্টি-অক্সিডেন্ট।যা ব্যবহারে পাকা চুল আস্তে আস্তে কালো হবে বতে শুরু করে। তাই যাদের অল্প বয়সে চুল পাকার সমস্যা আছেন আপনি পেঁয়াজ তেল ব্যবহার করতে পারেন।

নতুন চুল গজাতে পেঁয়াজ তেল 

পেঁয়াজে রয়েছে অনেক সালফারের পরিমাণ। এই খনিজটি মাথার চুল গজাতে বিশেষ ভাবে  কাজ করে। যাদের মাথায় চলের পরিমাণ অনেক কম বা অনেক হালকা টাক হয়ে যাচ্ছে তারা এই তেল নিয়মিত ব্যবহার করলে মাথাই নতুন করে চুল গজাতে সাহায্য করবে।

উপসংহার 

 উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, চুলের পড়া কমাতে পেঁয়াজের তেল ব্যবহার করা ১০০% উপকার ও পুষ্টি মানসম্পুর্ণ।  এটি ব্যবহারের মাধ্যমে  মাথার চুল পড়া কমতে ও চুলের স্বাস্থ্যের দিক অনেক উপকার পাওয়া যাবে। সুতরাং আমাদের দৈনিক জীবন-যাপনে  চুল পড়া কমাতে পেঁয়াজের তেল উপকার অনেক।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মর্ডান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url