ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে কোটিপতি?
ক্রিপ্টোকারেন্সি কি?
ক্রিপ্টোকারেন্সি হলো গোপন মুদ্রা/গুপ্তমুদ্রা বা টাকা অথাৎ ডিজিটাল মুদ্রা বা টাকা। ক্রিপ্টোকারেন্সি বলতে এই মুদ্রা সঞ্চয় করে রাখা হয় নিদিষ্ট ওয়ালেটে। এই মুদ্রা অনলাইন জগতে বিদ্যমান। এই মুদ্রা হাত দিয়ে ধরাও যায় না ছোয়া যায় না। এটি ব্যবহার শুধু মাএ অনলাইনে মাধ্যমে করা যায়।
ক্রিপ্টোকারেন্সি যাএা শুরু হয়েছে মূলত বিটকয়েন হাত ধরে।২০০৯ সালে প্রথম বিটকয়েন আবিষ্কার হয়েছে। 2010 সালের জুলাই মাসে একটি বিটকয়েনের দাম ছিল 0.9 ইউএস ডলার। অর্থাৎ এক 1 ডলারেরও অনেক কম। যা বাংলাদেশ বাংলাদেশের টাকা বা মুদ্রায় 0.9 ইউএস ডলার হয় 66 টাকা মতো। বর্তমান ১ টা বিটকয়েন দাম 1 লাখ+ ডলার যা বাংলাদেশ টাকা 1 কোটি টাকা। তাহলে ভাবেন ২০১০ সালে যদি ১ টা বিটকয়েন কিনে রেখে দিতেন তাহলে আজকে আপনি কোটিপতি হতেন।
বিটকয়েন প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি। এছাড়া আরো অনেক কয়েন রয়েছে যেমন ইথেরিয়াম বিটকয়েনের পরে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। (dogecoin,xrpcoin,bnbcoin,)আরো অনেক হাজার হাজার কয়েন আছে।
দিন দিন ক্রিপ্টোকারেন্সি বেড়ে চলেছে। ক্রিপ্টোকারেন্সি করে সহজে লাভবান হওয়ার যায়। আমি এসব কয়েন কিনে রেখে দিলে ভবিষ্যত আপনি এটা বিক্রি করে অনেক লাভবান অথাৎ ১০০ গুন পযন্ত লাভবান হতে পারবেন।

মর্ডান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url